বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় ফরম বাতিল: ড. মঈন খান

প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ ৪২০ বার পঠিত
বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় ফরম বাতিল: ড. মঈন খান

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মীয় তথ্য তুলে দেওয়া হবে। তিনি বলেন, "দেশের মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশি। কে কোন ধর্মের, সেটি বড় কথা নয়।"

 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রাবান উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই মতবিনিময়ে ড. মঈন খান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ থেকে অন্যায় প্রতিরোধ করে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতিকে কেউ যেন কলুষিত করতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
 

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, রাবান দুর্গামন্দির কমিটির সভাপতি জাদব করসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিবর্গ।