কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এর দ্বিতীয় দিনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ মোট চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতভর মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামের মৃত মতিউর রহমান মাস্টারের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতিকুর রহমান হেলাল (৫৫), নবীপুর গ্রামের মৃত কাজী আবুল বাশারের ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন (৪৩), উত্তর ত্রিশ গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে ও নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সুমন মিয়া (৪৪) এবং পৈয়াপাথর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. তফসির আহমেদ ওরফে রাব্বি (২৬)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এর প্রথম দিনে মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।