বিনোদন ডেস্ক:-
বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিটি অনেকেই বড় পর্দায় কিংবা টিভিতে দেখেছেন। তবে যারা এখনো দেখেননি, তাদের জন্য রয়েছে নতুন সুযোগ—এই ক্লাসিক ছবি আবারও মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়! ২১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সিনেমাটি নতুন করে টু-কে ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে, এবং এবার ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে। এর ফলে ছবিটি শুধু বাঙালি দর্শকদের নয়, আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছাবে।
প্রখ্যাত মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটির পুনঃমুক্তির ঘোষণা দিয়েছে। সিনেমার মুক্তির দিন উত্তম কুমারের পরিবারের সদস্যদেরও প্রেক্ষাগৃহে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এবারের মুক্তির পেছনে আছেন সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি।
সৃজিত মুখার্জি বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ‘নায়ক’ আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। অনেক সময় সিনেমার সংলাপ ব্যবহার করে দৈনন্দিন জীবনের পরিস্থিতি সামলেছি। ছবিটি এতবার দেখেছি যে, সংলাপগুলো মুখস্থ হয়ে গিয়েছিল। এটি এমন একটি সিনেমা, যার সংঘাতগুলো খুব পরিচিত এবং হৃদয়ের কাছাকাছি।”
‘নায়ক’ সিনেমায় উত্তম কুমার অভিনয় করেছিলেন অরিন্দম মুখোপাধ্যায় চরিত্রে, একজন সুপারস্টার যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে রেলগাড়িতে যাচ্ছিলেন, কারণ বিমানে টিকিট পাননি। কামরায় তার পরিচয় হয় সাংবাদিক অদিতি সেনগুপ্তের (শর্মিলা ঠাকুর) সঙ্গে।
১৯৬৬ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি একাধিক পুরস্কার লাভ করে, যার মধ্যে ছিল ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’, ‘শ্রেষ্ঠ ফিচার ফিল্ম’, এবং ‘শ্রেষ্ঠ কাহিনি ও চিত্রনাট্য’। পরের বছর ভারতেও ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন বীরেশ্বর সেন, নির্মল ঘোষ, সৌমেন বোস, প্রেমাংশু বোস, ও সুমিতা সান্যালসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা অর্জন করে, এবং প্রায় ছয় দশক পর এবার ফের বড় পর্দায় ফিরে আসছে এই ঐতিহাসিক ছবি!