ঢাকা প্রেস নিউজ
রাজধানীর পল্টন এলাকায় মো. নাদিম (৩৫) এবং মো. সুজন ওরফে বাবু (২৪) নামের দুই ব্যক্তির কাছ থেকে ৫০টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় স্টেডিয়ামের গেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ জানায়, পল্টন মডেল থানার সদস্যরা জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাত এলাকায় অভিযান পরিচালনা করে নাদিম ও বাবুকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল ছিনতাই ও চোরাই মোবাইল ফোন কেনাবেচার চক্রের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।