খাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
খাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

 


 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং মন্দির-মসজিদসহ সার্বিক অবকাঠামো উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে খাগড়াছড়ি জেলায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।
 

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মারমা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়াম্রাসং মারমা।
 

সভায় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।