ভূঞাপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীর হাত-মুখ বেঁধে ডাকাতির ঘটনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ণ   |   ৪৩৩ বার পঠিত
ভূঞাপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীর হাত-মুখ বেঁধে ডাকাতির ঘটনা

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলালের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়েছে। ১০ থেকে ১১ জনের একদল ডাকাত মুখ বাঁধা অবস্থায় দুলাল ও তার স্ত্রীর হাত-পা-মুখ বেঁধে মারপিট করে নগদ এক লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
 

ঘটনাটি ঘটে শনিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।
 

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য দুলাল জানান, রাত ৯টা ৫০ মিনিটে মুখ বাঁধা অবস্থায় ১০ থেকে ১১ জনের ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে টাকা খোঁজতে থাকে। এরপর তারা দুলাল ও তার স্ত্রীর হাত-পা-মুখ বেঁধে পৃথক দুটি রুমে আটকে রেখে দীর্ঘ সময় ধরে বাড়ির আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়, এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, ‘খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।’