ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশিরীপট্টি এলাকার বাসিন্দা ইমরান হাসান ও তার পরিবার বাড়ি সংস্কারে চরম বিপাকে পড়েছেন। সাবেক এমপি বাহারের নেতাকর্মীরা তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।
রোববার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে ইমরান বলেন, তাদের নগরীর তেলিকোনা গুদীর পুকুর পাড় এলাকায় ৬ শতক জমি ও ৪টি টিনশেডের ঘর রয়েছে। এই ঘরগুলো ও পুকুর পাড় সংস্কার করতে গিয়েই তারা চাঁদাবাজির শিকার হন।
ইমরান আরও জানান, ওই এলাকার কাশেম মিয়া, সেলিম মিয়া, জামরুল হুদা, জুয়েল হুদা, মাজেদ মিয়া নামে কয়েকজন সাবেক এমপি বাহারের নেতাকর্মী পরিচয়ে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে গুম ও খুনের হুমকিও দেওয়া হয় তাদের।
এ বিষয়ে সাবেক এমপি বাহারের মেয়ে ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারের কাছে বিচার চাইলেও কোন সুরাহা হয়নি। পরে তিনি থানায় অভিযোগ করলেও এখনও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ইমরান।
এ ঘটনায় ভুক্তভোগী ইমরান সাবেক এমপি বাহারসহ তার বাহিনীর কঠোর বিচার দাবি করেছেন।