কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা আয়োজন করেছে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে সীতাকুণ্ড মডেল থানার সামনে ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
প্রেসক্লাবের সামনে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা খায়রুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি সহিদুল ইসলাম, নাদেরুজ্জামান, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার উদ্দীন এবং কোষাধ্যক্ষ একেএম জহির রায়হান।
র্যালি ও সভায় অংশ নেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক, নাসির উদ্দিন অনিক, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, সাইফুল ইসলাম রুবেল, অ্যাড. খুরশেদ আলম, দফতর সম্পাদক মোঃ বাদশা মিয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনজুরা বেগম, তদন্ত কর্মকর্তা মাহবুব আলম, আকবর হোসেন, তথ্য অনুসন্ধান প্রতিনিধি মোঃ কাউসার উদ্দিন, ইউনুস আলী, সদস্য মোঃ ইউছুফ, রোমান, শ্যামল দাশসহ সংগঠনের আরও অনেকে।
বক্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিয়তই মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে—কখনো থানায়, কখনো আদালতে, সরকারি দপ্তরে কিংবা প্রভাবশালীদের হাতে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে দায়িত্বশীল হতে হবে, সকল শ্রেণির মানুষের প্রতি যথাযথ মূল্যায়ন ও সম্মান দেখাতে হবে এবং দুর্নীতি পরিহার করতে হবে। তবেই মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত দেন।