কাইযুম চৌধুরী,সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধিঃ-
চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একটি নকল বিদ্যুতিক ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে চট্টগ্রাম পেয়েছেন র ্যাব - ৭। এসময় মালিককে আটক করতে না পেরে ৪ লাখ টাকা জরিমানা করছেন।
চট্টগ্রাম র ্যাব - ৭ এর অধিনায়ক ল্যাপ্টেনেন্ট কর্লেল মোঃ হাফিজ সাংবাদিকদের কে জানায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট আব্দুল্লাহঘাটায় একটি একটি নকল বিদ্যুতিক ক্যাবল কারখানা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২১ জুলাই সকা ১১ টায় র ্যাব এর এক ম্যাজিষ্ট্রেট সহ একটি টিম অভিযান চালাই,এসময় দায়িত্বশীলগন কাউকে পাওয়া যায়সি, কয়েকজন কর্মরত কে কারখানাতে দেখতে পাই,উক্ত কারখানায় উৎপাদিত ক্যাবলগুলোতে "মেইড ইন জাপান " সীল মারা দেখতে পাই।
তারগুলো জব্ধ করে কারখানার মালিক মোঃ হাসান কে চার লক্ষ টাকা জরিমানা করেছে র ্যাব ম্যাজিষ্ট্রেট।
কারখানার মালিক ঢাকায় ও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।