পরীক্ষা ১৬ জুন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে
প্রকাশকালঃ
০৮ জুন ২০২৩ ০১:২৬ অপরাহ্ণ ১৮৩ বার পঠিত
নির্বাচন কমিশন সচিবালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদের এমসিকিউ পরীক্ষা আগামী ১৬ জুন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে।
পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বইপত্র, মুঠোফোন, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক কার্ড/ ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।