সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ আগu ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. আরমান হোসেন (৩২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 

সোমবার (১১ আগস্ট) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।
 

ওসি জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত এক ব্যক্তিকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার নিহত তুহিনের স্ত্রী ও পরিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৩টায় কমিশনার গাজীপুরের সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।
 

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
 

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা তুহিন গাজীপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। হত্যার পর তার ভাই মো. সেলিম অজ্ঞাতনামাদের আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।