ঢাকা প্রেস নিউজ
সাংবাদিকরা লেজুড়বৃত্তিমুক্ত গণমাধ্যম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিক আহম্মদ ফয়েজ সভায় ১৩ দফা দাবি তুলে ধরে বলেন, আন্দোলনকালে নিহত ও আহত সাংবাদিকদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম পরিচালনার ব্যাপক সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানানো হয়। সাগর-রুনি হত্যাকান্ডসহ সাংবাদিকদের হত্যা, গুম, নির্যাতন ও হয়রানির বিচার নিশ্চিত করতে হবে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বাংলাদেশ প্রতিনিধি সেলিম সামাদসহ অন্যান্য সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সাংবাদিক আহম্মদ ফয়েজ সভায় ১৩ দফা দাবি তুলে ধরে বলেন, আন্দোলনকালে নিহত ও আহত সাংবাদিকদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
গণমাধ্যম পরিচালনার ব্যাপক সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানানো হয়।
সাগর-রুনি হত্যাকান্ডসহ সাংবাদিকদের হত্যা, গুম, নির্যাতন ও হয়রানির বিচার নিশ্চিত করতে হবে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বাংলাদেশ প্রতিনিধি সেলিম সামাদসহ অন্যান্য সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।