গাইবান্ধায়  তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা, দুটি সিলগালা

প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ ০ বার পঠিত
গাইবান্ধায়  তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা, দুটি সিলগালা

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

গাইবান্ধা জেলা শহরে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বেসরকারি একটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সারোয়ার জাহান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি অতনু সাহা।


জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকায় কানিজ হসপিটালে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাইবান্ধা সিভিল সার্জন অফিসের অদূরে অবস্থিত পল্লী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং নর্থ বেঙ্গল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি, এই দুই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।


জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।