ঈদ আনন্দমেলায় রুনা লায়লা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ০১:১২ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
ঈদ আনন্দমেলায় রুনা লায়লা

ঢাকা প্রেস নিউজ

 

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা টিভি অনুষ্ঠানে খুব কমই গান করেন, তবে যেকোনো উৎসব অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলাতে এবার শোনা যাবে তাঁর গান।
 

গত বছর প্রথমবারের মতো আনন্দমেলাতে গান পরিবেশন করেছিলেন রুনা লায়লা। ওই অনুষ্ঠানে তিনি কণ্ঠ মিলিয়েছিলেন এই প্রজন্মের আরও চার শিল্পী—দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক এবং সাব্বির জামান। দর্শকরা অনুষ্ঠানটি বেশ পছন্দ করেছিলেন। এবারের আনন্দমেলাতে তিনি একাই গান পরিবেশন করবেন, যেখানে তাঁর কণ্ঠে শোনা যাবে জনপ্রিয় গান ‘শিল্পী আমি তোমাদের গান শোনাবো’। আগামীকাল, ২৪ মার্চ বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে শুটিংয়ে অংশ নেবেন তিনি, এমনটাই জানিয়েছেন বিটিভির একটি সূত্র।
 

এছাড়া, এবারের আনন্দমেলাতে আরও অনেক তারকাকে দেখা যাবে। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার স্কিটসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেছিলেন নাবিলা, তখন তাঁর সঙ্গে ছিলেন সজল নূর। সাত বছর পর আবারও ফিরে এসেছেন তিনি। অনুষ্ঠানটির দৈর্ঘ্য হবে ৫০ মিনিট এবং প্রযোজনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।
 

আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান সমকালকে বলেন, “প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা হবে বর্ণিল। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে আমাদের চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন, কিন্তু ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তাঁর উপস্থিতি আয়োজনটিকে আলোকিত করবে। আমরা চেষ্টা করেছি দর্শকদের প্রত্যাশা মাফিক অনুষ্ঠান সাজাতে, এবং আশা করছি তারকাবহুল এই আনন্দমেলা দর্শকের মন ভরাবে।”