বৃহস্পতিবারের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের আশা—অধ্যাপক আলী রীয়াজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০২:২১ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
বৃহস্পতিবারের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের আশা—অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন আগামী বৃহস্পতিবারের (১ আগস্ট) মধ্যেই জাতীয় সনদের চূড়ান্ত রূপ দিতে চায়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তা আজ অথবা আগামীকাল দলগুলোর কাছে পাঠানো হবে।
 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, ‘আশা করছি, বৃহস্পতিবারের মধ্যেই আমরা সনদের জায়গায় পৌঁছাতে পারব।’
 

আজ ছিল দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিন। এদিনের আলোচনায় উঠে এসেছে—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নিয়োগ এবং ন্যায়পাল নিয়োগসংক্রান্ত বিষয়াবলি।
 

আলী রীয়াজ জানান, সংলাপে অংশ নেওয়া দলগুলোর কাছে এর আগে জুলাই সনদের একটি খসড়া পাঠানো হয়েছিল। তাদের প্রতিক্রিয়া ও মন্তব্য সংগ্রহ করে বুধবার পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। সেই আলোকে যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো সংকলন করে আজ অথবা আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।
 

তিনি আরও বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে আমাদের অন্ততপক্ষে ঐকমত্য হওয়া বিষয়গুলো স্পষ্টভাবে চিহ্নিত করে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।’
 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিছু রাজনৈতিক দলের নতুন প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব অবস্থান ও প্রস্তাবকে বিবেচনায় নিয়ে আমরা একটি সমন্বিত প্রস্তাব তৈরির চেষ্টা করছি, যা সবাইকে উপস্থাপন করা হবে।’