নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসাটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বুধবার (৩১ মে) বিকেল সোয়া ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশে খায়রুল কবিরের বাসভবন। আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না।
এদিকে সূত্র জানিয়েছে, আগুন লাগার পেছনে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের হাত থাকতে পারে।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, বিকেল পৌনে পাঁচটার দিকে ওই বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা ভেতরে ঢোকার পর সবগুলো কক্ষের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে সবগুলো কক্ষেই আগুন ধরিয়ে দেওয়া হয়।
নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ বলেন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কয়েকদিন আগে পদবঞ্চিতদের মিছিলে গুলিতে দুইজন নিহতের ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।