ইসকনের প্রার্থনালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০৩:০৭ অপরাহ্ণ ০ বার পঠিত
ইসকনের প্রার্থনালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জের ভৈরব শহরের ইসকনের প্রার্থনালয় ‘নামহট্র’ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ভক্ত প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাটি করেন। রাতেই পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের পঞ্চবটি এলাকার ছাত্রলীগ কর্মী সানজিব (২২), পৌর ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৮) এবং তার ভাই শান্ত (২২)।
 

সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভৈরব শহরের রানীর বাজারে ইসকনের প্রার্থনালয়ে হামলা চালিয়ে দুর্বৃত্তরা বিভিন্ন জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া, সেনাবাহিনীর মেজর সানজেদুল ইসলাম এবং র‍্যাব কর্মকর্তারা।
 

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।"