করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন
প্রকাশকালঃ
০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৪ অপরাহ্ণ ২৮৪ বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে। হোয়াইট হাউস স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।
গত বছরের আগস্টেও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে ৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হন। জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ ইভান্স আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, ডেলাওয়্যারের রেহোবোথ বিচে নিজের বাড়ি তৈরি করবেন তিনি। গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরেছেন বাইডেন।
হোয়াইট হাউস থেকে আরও জানানো হয়, জিল বাইডেনের অসুস্থতার কারণে ওই দিন সন্ধ্যায় বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়। ফলাফলে তার করোনা নেগেটিভ আসে। প্রতিবেদনে আরও বলা হয়, ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ায় বাইডেনের বিদেশ ভ্রমণে কোনো প্রভাব পড়বে কি না সে ব্যাপারে হোয়াইট হাউস এখনো কোনকিছু স্পষ্ট করেনি।
কিন্তু বাইডেনের সাপ্তাহিক সময়সূচীর ঘোষণায় আগামী বৃহস্পতিবার (৭ আগস্ট) তার নয়াদিল্লী সফরের উল্লেখ রয়েছে এবং রোববার (১০ আগস্ট) বাইডেনের হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে। এছাড়া, ২০২৪ সালে আবারও নির্বাচনে লড়বেন বাইডেন বলে জানান সংশ্লিষ্টরা।