শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:-
ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের তথ্যানুযায়ী, রয়েড়া গ্রামের আকমল হোসেন ও হাসান আলী পরস্পরের নিকট পাওনা টাকা দাবি করেন। শুক্রবার সন্ধ্যায় রয়েড়া বাজারে আকমল হোসেন হাসান আলীর নিকট তার পাওনা টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
এরই ধারাবাহিকতায়, শনিবার সকালে সামাজিক আধিপত্য ধরে রাখতে উভয় পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপক্ষে ছিলেন আকমলের দলের নেতা মিজানুর রহমান, আর অপরপক্ষে ছিলেন হাসানের দলের নেতা ক্ষিরা। উভয়পক্ষ গ্রামজুড়ে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হোসেন, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, পিকুল মণ্ডল, পরশ মোল্যা, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নাসিমা খাতুন, অমিত হোসেন, আলামিন হোসেন, মহিদুল ইসলাম, কামরুল হোসেন, ওয়াজেদ আলী, হোসেন মোল্যা, জায়েদ হোসেন, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মহিদুল মোল্যা ও মাজিদুল মোল্যা।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, পাওনা টাকা নিয়ে শুরু হওয়া বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, রয়েড়া গ্রামে পাওনা টাকা সংক্রান্ত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।