ঢাকা: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনালে আজ সোমবার (৩ জুন) বিকেল ৪টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
রোববার (২ জুন) সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ৪১-১৮ পয়েন্টে জয় তুলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে এগিয়ে থাকা লাল-সবুজ জার্সিধারীরা ৩টি লোনাসহ জয়ের ব্যবধান ধরে রেখেছে।
দিনের অপর সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠে নেপাল।
কাবাডিতে বাংলাদেশের আধিপত্য: কাবাডি খেলার বিচারে নেপাল থেকে সবদিক এগিয়ে বাংলাদেশ। ২০২১ সাল থেকে চলমান এই টুর্নামেন্টের সব আসরেই ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে বিগত তিন আসরে চ্যাম্পিয়নও হয়েছে স্বাগতিকরা। এবারও নজর শিরোপাতেই।