
খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় ওয়াদুদ ভূইয়া বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং বলেন, “আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার আদর্শকে ধারণ করে ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চাই।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।