দুই পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৪ অপরাহ্ণ   |   ৯৬ বার পঠিত
দুই পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর গুলশান, রামপুরা এবং উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে দু'জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া, রাজধানীর চানখাঁরপুল এলাকায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কনস্টেবল সুজন হোসেনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।
 

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও বি এম সুলতান মাহমুদ আবেদনের পক্ষে শুনানি করেন। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন।
 

পরে, সাংবাদিকদের কাছে তামিম জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮ মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে ৩৫ জন গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।
 

তিনি আরও বলেন, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা কাজ করছে। আশা করা যাচ্ছে, চলতি মাসে কয়েকটি তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা হবে।