পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঢাকা দক্ষিণ সিটির
প্রকাশকালঃ
০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ ১৯৫ বার পঠিত
পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। আজ রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মেট্রো চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিসিআই ঢাকা দক্ষিণের মেয়রকে ট্রেড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করলে তিনি গত বছরের আগস্ট মাসে কথা দিয়েছিলেন, লাইসেন্সের মেয়াদ বাড়ানো হবে। মেয়র সেই অঙ্গীকার পূরণ করায় এমসিসিআইয়ের সভাপতি মো. সায়ফুল ইসলাম তাঁকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে নূর তাপস বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে তুলে ধরার জন্য এমসিসিআইয়ের প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি এই তথ্য সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন ফজলে নূর তাপস। মেয়র বলেন, পুরান ঢাকার রাসায়নিক কারখানাগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। শিল্পাঞ্চলের জন্য বিশেষ জায়গা বরাদ্দ ও যথাযথ নগর উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।
আগে ট্রেড লাইসেন্স দেওয়া হতো এক বছরের জন্য। প্রতিবছর ব্যবসায়ীদের তা নবায়ন করতে হতো। এতে ব্যবসায়ীরা হয়রানির মুখে পড়তেন। এমসিসিআই ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিলে ঢাকা দক্ষিণ সিটি তাতে সাড়া দেয়।