কানাডায় বরফ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, নিহত ২

প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ ৩৭২ বার পঠিত
কানাডায় বরফ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, নিহত ২

কানাডার জনবহুল দুই প্রদেশে বরফ ঝড় আঘাত হানার পর ধেয়ে আসা ঠাণ্ডা বৃষ্টি ও তুমুল বাতাস অসংখ্য গাছ উপড়ে ফেলার পাশাপাশি অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া ক্যেবেকে ও অন্টারিওর পূর্বাঞ্চলে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকেও ক্যেবেকের প্রায় ১০ লাখ মানুষ এবং অন্টারিওর এক লাখ ১০ হাজারের মতো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে বলে জানিয়েছে পাওয়ার আউটেজ ডটকম।


তবে, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে; দিনের শুরুতেও ওই দুই প্রদেশের বিদ্যুৎহীন মানুষের সংখ্যা অন্তত ১৩ লাখ ছিল। 

প্রদেশ দুটিতে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত সংস্থাগুলো সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে। এ কাজ শেষ হতে কয়েকদিন লাগবে বলেই মনে হচ্ছে।


মন্ট্রিয়লের একটি আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুর্যোগে বিপর্যস্ত প্রদেশ দু'টিতে প্রয়োজন পড়লে কেন্দ্রীয় সাহায্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “খুব কঠিন সময়, অনেকের বিদ্যুৎ নেই, গাছ ভেঙে পড়ে ভবন, গাড়ি আরও অনেককিছুর ক্ষতি করছে, অবশ্যই উদ্বেগ কাজ করছে।”

ক্যেবেকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মন্ট্রিয়লও আছে।

হাইড্রো-ক্যেবেক শুক্রবার মধ্যরাতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় থাকা প্রায় ৭০ শতাংশের বিদ্যুৎ ফিরিয়ে দিতে পারবেন বলে আশা করছেন সংস্থাটির এক নির্বাহী।