মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-
রাজশাহীর চারঘাটে শোভাযাত্রা ও সমাবেশেসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অংগসংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহŸায়ক ও সদস্য সচিব রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রদল, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও যুগ্ম-সম্পাদক রাজশাহী জেলা বিএনপি আনোয়ার হোসেন উজ্জ্বল।
এসময় আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আকবর আলী সরকার,চারঘাট পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, ভায়ালক্ষিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আকছেদ মেম্বার, , সাবেক পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আহসানুল হক রাজিব, চারঘাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম বিপ্লব, ছাত্রদলের পৌর সদস্য সচিব শামীম, চারঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিন, সাবেক ছাত্রদলের রাশিদুজ্জামান তিতাসসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।
প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, চারঘাটের মাটি,বিএনপির ঘাটি। একটি কুচক্র মহল নির্বাচন বানচালের চেষ্ঠা করছে। সকল বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সাবেক যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রদল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও যুগ্ম-সম্পাদক রাজশাহী জেলা বিএনপি আনোয়ার হোসেন উজ্জ্বলকে দেখতে চাই। । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে মাঠে আছে, নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষনা করে তফশিল ঘোষনা করা হয় তার জন্য বিএনপির জন্য নতুনভাবে প্রস্তুতি নিতে হবে না। তফশিল ঘোষনার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা দেশের জনগনকে সাথে নিয়ে আগামী নির্বাচনে ভোট এ অংশগ্রহন করবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন।