নড়াইলে স্বামীর স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী, হাসপাতালে ভর্তি বিল্লাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৫ ০৭:৩৮ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
নড়াইলে স্বামীর স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী, হাসপাতালে ভর্তি বিল্লাল

নড়াইল প্রতিনিধি:-


 

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত নারীকে আটক করেছে।
 

আহত ব্যক্তি বিল্লাল শেখ (৩৩) ওই গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। অভিযুক্ত রুমা বেগম দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।
 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম রোববার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে বিল্লাল শেখ ও রুমা বেগমের বিয়ে হয়। তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক জীবনে মতবিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ রয়েছে, বিল্লাল শেখ পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্ত্রী রুমা ক্ষুব্ধ ছিলেন।
 

শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর ওপর বটি নিয়ে চড়াও হন রুমা। তিনি বিল্লালের পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। এ সময় চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 

চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল শেখ সাংবাদিকদের বলেন, “রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে হঠাৎ ব্যথায় ঘুম ভেঙে যায়, দেখি স্ত্রী বটি দিয়ে আমার স্পর্শকাতর অঙ্গে কোপ দিচ্ছে। বাধা দিতে গেলে হাতেও কেটে দেয়। হাসপাতালে এসে ১২ থেকে ১৪টি সেলাই নিতে হয়েছে।”
 

তবে তিনি পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন। কেন তার স্ত্রী এমন কাজ করলেন জানতে চাইলে বিল্লাল বলেন, “কোনো কারণ ছাড়াই করেছে। আমি মামলা করবো।”
 

অপরদিকে, আটক থাকায় রুমা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
 

ওসি শরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”