নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: ৩ জেলে আটক

প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৪ ০২:২১ অপরাহ্ণ ৩৬৬ বার পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: ৩ জেলে আটক

ঢাকা প্রেস,হাতিয়া প্রতিনিধি:-


হাতিয়ায় কোস্টগার্ডের অভিযান:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, গত রোববার (২০ অক্টোবর) ভোরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড তিন জেলেকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে একটি মাছ ধরার বোট, বিভিন্ন ধরনের জাল এবং প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়।

 

আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদর রহমান জানান, ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে নিবিড় তদারকি চলছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।