ঢাকা প্রেস
জাবি প্রতিনিধি:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে একদল ছাত্র ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়ক আহসান লাবিবকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম মোল্লাকে একদল ছাত্র আটক করে নির্মমভাবে পিটিয়ে। পরে তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার ভিডিও ফুটেজে আহসান লাবিবকে অন্যদের সঙ্গে শামীমকে মারতে দেখা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আহসান লাবিবকে সমন্বয়কের পদ থেকে বরখাস্ত করেছে। পাশাপাশি, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।