বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ দুপুরে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৬ অপরাহ্ণ   |   ৭৪ বার পঠিত
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ দুপুরে

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
 

আয়োজকদের তথ্যমতে, ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক বয়ান প্রদান করেন। এরপর হেদায়েতি বয়ান দেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ২৩টি যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে, গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের সমাপ্তি ঘটে। সোমবার শুরু হওয়া দ্বিতীয় ধাপ আজ শেষ হচ্ছে।