সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০৫:০২ অপরাহ্ণ   |   ৫১৪ বার পঠিত
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

আন্তর্জাতিক আইন উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘুনাপাঠা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী দ্রুত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) খবর দেন। এরপর বিজিবির হস্তক্ষেপে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়।
 

এ প্রসঙ্গে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “বিএসএফ বর্তমানে কাজ বন্ধ রেখেছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করছি, বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে।”