কুড়িগ্রামে অসহায় ২শ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:২৪ অপরাহ্ণ   |   ৬০৭ বার পঠিত
কুড়িগ্রামে অসহায় ২শ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল ২শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 


আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাসেরহাট এলাকার রায়পুর কাঁঠালবাড়ি এছহাকিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে কম্বল বিতরণ করা হয়।
 

এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গালিব বিন আহমেদ।  
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীরের ক্যাপ্টেন মুহতামিম আলভী, ক্যাপ্টেন দাউদ-উজ-জামান আরাফাত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, দৈনিক বিজয় বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 

এ সময় রায়পুর ও কাঁঠালবাড়ি এলাকার শীতার্ত মানুষজন প্রচন্ড ঠাণ্ডায় কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।