ঢাকা দক্ষিণ সিটির কোরবানীর পশুর হাট-২০২৫ এর ১ম পর্যায়ের দরপত্র উন্মুক্ত করা হয়েছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৮:১৩ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটির কোরবানীর পশুর হাট-২০২৫ এর ১ম পর্যায়ের দরপত্র উন্মুক্ত করা হয়েছে

 

আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীক্ষেত্রে কোরবানীর পশুর হাট-২০২৫ এর ওটিম পদ্ধতিতে কোরবানীর পশুর হাটের দরপত্র আহবানের ১ম পর্যায়ের উন্মুক্তকরন করা হয়। যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানের ব্যবসায়ীগণ উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন। এ বছর পূর্বের ন্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ১১ টি পশুর হাটের দরপত্র আহবান করা হয়। সে প্রেক্ষিতে সর্বোমোট ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ এলাকার চাহিদার ভিত্তিতে সবকটি হাটের সিডিউল ক্রয় করেন এবং আজ দরপত্র জমাদান ও উন্মুক্তকরণে দেখা যায় সর্বমোট ৯টি (নয়) হাটে দর পাওয়া যায়। এই ৯টি হাটের মধ্যে ৩টি হাটে সরকারী মূল্যের চেয়ে কম দর পাওয়া যায়। সবগুলো হাটের মধ্যে হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার অস্থায়ী পশুর হাটটি মেসার্স সাফি এন্টারপ্রাইজ সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লক্ষ টাকা দর প্রদান করে। 

উক্ত দরপত্র অনুষ্ঠানটি নগর ভবন অডিটোরিয়ামে উপস্থিত সকল ব্যবসায়ী সম্মুখে উন্মুক্তকরণ কমিটির মাধ্যমে প্রধান সম্পত্তি কর্মকর্তা জনাব কাইজার মোহাম্মদ ফারাবী হাটের দর ঘোষণা করেন। সভা সমাপ্তিকালে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে  অবশিষ্ট পশুর হাটগুলোতে সকলকে দর প্রদানে অংশগ্রহণের জন্য আহবান জানান। 

সভা শেষে অংশগ্রহনকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় অতীতের তুলনায় এবারের হাটে দরপত্র ক্রয়সহ সকল কার্যক্রমে কোন প্রকার ভোগান্তি পোহাতে হয়নি এবং সুষ্ঠভাবে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এজন্য তারা সকলে হাট পরিচালনায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন। 

৩০ এপ্রিল ১ম পর্যায়ের অংশগহনকারী সর্বোচ্চ দরদাতাগন হলো-

পশুর হাটের নাম সর্বোচ্চ দরদাতা নাম সর্বোচ্চ দর
উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা সিকদার কন্ট্রাকশন (প্রোপাইটর আনিসুর রহমান টিপু) ১ কোটি ৭৫ লক্ষ টাকা 
পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শের নদীর পাড়ে খালি জায়গা

মুহাম্মদ আলী মিলন

২ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা
রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা টিপু সুলতান ৭৪ লক্ষ ৬৮ হাজার টাকা
ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার মেসার্স সাফি এন্টারপ্রাইজ (প্রোপাইটর নাফিজ কবির) ৪ কোটি ৯৫ লক্ষ টাকা
মেরাদিয়া বাজারের পূর্ব পার্শের খালপাড়ের খালি জায়গা ফেরদৌস আহমেদ ৩ কোটি ৪ লক্ষ ৬০ হাজার টাকা
আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পার্শের খালি জায়গা জয়নাল আবেদীন (রতন) ৫৫ লক্ষ টাকা