তামিমের মতে, বাংলাদেশে টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ নেই

প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৭:০৭ অপরাহ্ণ ৫৬৭ বার পঠিত
তামিমের মতে, বাংলাদেশে টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ নেই

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
 

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা চলছে। দলের পারফরম্যান্সের অবনতির জন্য তাকে দায়ী করে দেশি কোচ নিয়োগের দাবি উঠেছে। তবে দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের মতে, বাংলাদেশে এখনো এমন কোনো কোচ নেই যিনি জাতীয় দলের হেড কোচ হওয়ার যোগ্য।
 

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তামিম বলেন, "আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।"
 

তিনি আরও বলেন, "বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাতে বাংলাদেশি কোচ থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি এবং তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।"
 

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচ সালাউদ্দিনের উদাহরণ দিয়ে তামিম বুঝিয়ে দেন যে, দীর্ঘদিন ধরে হেড কোচ হিসেবে কাজ করার পর অনেকে আর সহকারী কোচ হিসেবে কাজ করতে চান না।
 

তামিমের মতে, বাংলাদেশ ক্রিকেট বড় নামের পেছনে ছোটা বন্ধ করে কঠোর পরিশ্রমী এবং দলে কিছু যোগ করার সামর্থ্য রাখে এমন কোচ খুঁজে বের করবে।