সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’: মাহমুদুর রহমানের কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে ঘোষণাপত্র পাঠ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’: মাহমুদুর রহমানের কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে ঘোষণাপত্র পাঠ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এই মহাসমাবেশে ফিলিস্তিনের পক্ষে এক ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
 

ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা অবিলম্বে ইসরাইলের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেন এবং গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
 

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, কবি-শিল্পী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন। রাজধানীর নানা প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে মানুষ জড়ো হন উদ্যানে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলমত নির্বিশেষে এক কণ্ঠে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার জন্য দায়ী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
 

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি যেন শুধু একদিনের আয়োজন নয়, বরং একটি ন্যায়সংগত আন্দোলনের ধারক—এই বার্তাই উঠে আসে সাহসী কণ্ঠগুলো থেকে।