জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত

আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ ১০টি পদ চূড়ান্ত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কাঠামোতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দুজন করে দায়িত্ব পালন করবেন।
 

দলের শীর্ষ নেতৃত্বের তালিকায় রয়েছেন:

  • আহ্বায়ক: নাহিদ ইসলাম
  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব
  • সদস্য সচিব: আখতার হোসেন
  • সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা
  • মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ
  • মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
  • মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী
  • যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ|
     

আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে স্থাপিত মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হবে। এই উপলক্ষে সেখানে একটি বৃহৎ সমাবেশ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, যেখানে দেড় শতাধিক সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। এ কমিটিতে বিভিন্ন মতাদর্শের ব্যক্তি জায়গা পেতে পারেন।
 

দলের ইংরেজি নাম নির্ধারণ করা হয়েছে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।