কুড়িগ্রামের রৌমারী থানার ওসি আবদুল্লা হীল জামান: বদলির প্রেক্ষাপট

প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ০৯:৫২ অপরাহ্ণ ৭৪৪ বার পঠিত
কুড়িগ্রামের রৌমারী থানার ওসি আবদুল্লা হীল জামান: বদলির প্রেক্ষাপট

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


আবদুল্লা হীল জামান কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে তাকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়। বদলির পেছনে চোরাচালানে ‘রেট’ বাড়ানোর অভিযোগ মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

 

অভিযোগ: রৌমারী সীমান্তে মাদক ও গরু চোরাচালানে থানা-পুলিশ জড়িত ছিল। ওসি আবদুল্লা হীল জামান গরু চোরাচালানে মাথাপিছু রেট বৃদ্ধি করেছিলেন।
 

পুলিশের বক্তব্য: পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেছেন, বদলি রুটিন অনুযায়ী করা হয়েছে। চোরাচালান বা সংবাদ প্রকাশের সাথে এর কোন সম্পর্ক নেই। আবদুল্লা হীল জামান ২১ মাস ধরে রৌমারী থানায় দায়িত্ব পালন করেছিলেন।

 

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করেছিলেন। ২৪ জুন অনলাইনে 'রৌমারী থানার ওসি গরু চোরাচালানে মাথাপিছু রেট বাড়িয়েছেন: সাবেক প্রতিমন্ত্রী' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
 

উল্লেখ্য: এখনও পর্যন্ত আবদুল্লা হীল জামানের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। বদলির প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিতভাবে জানা সম্ভব।