নিজস্ব প্রতিবেদক:-
নগরীর নেভি হাসপাতাল গেট এলাকায় সিটি কর্পোরেশনের প্রধান সড়কের পাশে একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ " দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘ বছর ধরে প্রধান সড়কের সাথে স্কুল ও চলাচলরত ফুটপাতের বিভিন্ন অংশে সংস্কার বিহীন পড়ে থাকে।
উক্ত সামাজিক কাজ ও সড়কের পাশে ফুটপাতে বেহাল অবস্থাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড কমিটির দৃষ্টি গোচর হলে আজ ১৯ আগস্ট , মঙ্গলবার সকালে সংস্কার - মেরামত করা হয়েছে।
বিদ্যালয়েরর শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে উক্ত জনহিতকর কাজের উদ্বোধন করেন জামায়াত ইসলামী মনোনীত (দাঁড়ি পাল্লা মার্কা)চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
উল্লেখ্য যে,৩৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে এবং অতি নিকটবর্তী ফুট ওভারব্রীজে প্রবেশ পথও সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার ও মেরামত করা হয়েছে বলে ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ।
জামায়াতের দলীয় সূত্রে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে শিক্ষক ও অভিভাবকদের চলাচলের সুবিধার্থে ময়লা - আবর্জনায় পানি আর ইট -সিমেন্টের ভেঙ্গে থাকা ক্ষত-বিক্ষত সড়ক ফুটপাতের সংস্কার কাজ মেরামত করে জন-জীবনের কিছুটা স্বস্তিদায়ক করা হয়েছে। এছাড়াও ড্রেন-নালা ও নর্দমার পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূরীকরণে চসিক এবং সিডিএর প্রকৌশলীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাও সমাধান করার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার, সংগঠক মোঃ আনিছুর রহমান, মোঃ জিয়াউর রহমান জিয়া ,মোঃ আব্দুর রহমান টিপু, . সিনিয়র শিক্ষক বাবু মিলন চক্রবর্তী,শিক্ষক বাবু বিকাশ সরকার ,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা,অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংস্কার কাজ উদ্বোধন কালে বলেন, জামায়াতে ইসলামী দেশ সমাজ ব্যবস্থার পরিবর্তনে নিরালস কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।