ঢাকা প্রেস
গোবিন্দগঞ্জ উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর শিশু মাহিম বাবু (৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহিম উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে নলেয়া নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাহিম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পাশে নলেয়া নদীতে একটি লাশ ভাসতে দেখে মাহিমের পরিবারকে খবর দেয়। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গিয়ে লাশটি মাহিমের বলে শনাক্ত করেন। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে মাহিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।