গাজীপুরের কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা: মেশিনে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৭:২২ অপরাহ্ণ ৫৬৯ বার পঠিত
গাজীপুরের কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা: মেশিনে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা প্রেস
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-


 

গাজীপুরের মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় অবস্থিত জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামক একটি কারখানায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। রোববার ভোরে, কারখানায় কাজ করার সময় একজন শ্রমিক মেশিনে পেঁচিয়ে মারা গেছেন।
 

নিহত শ্রমিকের নাম নয়ন মিয়া (২২)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা গ্রামের বাসিন্দা। মেম্বারবাড়ীতে ভাড়া থাকতেন এবং ওই কারখানায় সহকারী অপারেটর হিসেবে কাজ করতেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের শিফটে কাজ করার সময় নয়ন মিয়া ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হাত মেশিনের ভেতর চলে যায় এবং সে মেশিনে পেঁচিয়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। নিহতের মা রহিমা বেগম অভিযোগ করেছেন, কারখানায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এছাড়া, দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়েই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
 

অন্যদিকে, কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সোহেল রানা দুর্ঘটনাকে অসাবধানতার ফল বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নয়ন মিয়া টিফিন বিরতির সময় অন্যদের চলে যাওয়ার পরও মেশিনে কাপড় শুকানোর কাজ করছিলেন এবং এ সময় দুর্ঘটনাটি ঘটে।
 

এই ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।
 

এই মর্মান্তিক ঘটনা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে। দেশের অনেক কারখানাতেই শ্রমিকরা নিরাপত্তাহীন পরিবেশে কাজ করছেন। এই ঘটনাটি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধরেছে।
 

এই ঘটনায় নিহত নয়ন মিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।