রমজান ও ঈদকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, রাজধানীর প্রতিটি মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতা, দোকানি ও মালিক সমিতির নেতারা এ ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাতে ঢাকার শপিংমলগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে গুলশান-১ নম্বরের পুলিশ প্লাজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডিবি প্রধান বলেন, "গুলশান, বনানী, ডিএনসিসি-১ ও ডিএনসিসি-২ এলাকার মার্কেটগুলো পরিদর্শন করেছি। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ডিবি নিরলসভাবে কাজ করছে।"
তিনি আরও বলেন, "রমজান মাসে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আসন্ন ঈদুল ফিতর যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সেজন্য সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। মহানগরের প্রতিটি এলাকায় ডিবি পুলিশের টহল, চেকপোস্ট এবং হোন্ডা পার্টি সক্রিয় রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।"