মাগুরা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
শনিবার মাগুরা-২ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর সময় নয়ন বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, জিয়া পরিবার দেখে রাজনীতি করি। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না। মনোনয়ন প্রক্রিয়ায় কেবল প্রার্থীর নাম পরিবর্তন হয়েছে, আদর্শ বা লক্ষ্য নয়।”
তিনি আরও জানান, “আমরা তিনজন মনোনয়ন চেয়েছিলাম, তবে দল বাবু নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। শুরু থেকেই আমাদের অবস্থান স্পষ্ট—ধানের শীষ যার হাতে থাকবে, আমরা তার শক্তি হবো।”
দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে নয়ন বলেন, “আমি একজন সাধারণ বিএনপি কর্মী। দল ও দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তা হৃদয় থেকে গ্রহণ করেছি।”
১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, মামলা ও দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা দলের জন্য অনেকে খেতখামারে ঘুমিয়েছেন, জেল খেটেছেন। আমি গুলি খেয়েছি। ব্যক্তির চেয়ে দল বড়—এই বিশ্বাস নিয়ে রাজনীতি করি। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করে যাব।”
নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আরও বলেন, “একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, টাকার কাছে আদর্শ বিক্রি করবেন না। যে দল মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, সেই দলের ঠাঁই মাগুরা-২ আসনের মাটিতে হবে না।”
তিনি সকলকে সতর্ক থাকার, ভোটকেন্দ্র পাহারা দেওয়ার এবং সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি এই বিজয় বিএনপির স্থায়ী চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।