মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ফতেপুর কুরিয়ারপাড় এলাকা থেকে ১১.৫ কেজি গাঁজাসহ এক আসামিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতার করা হয় মোঃ রাব্বিল মিয়া (৩৬)-কে। তার পিতার নাম মৃত শামসু মিয়া এবং মাতার নাম মৃত কদবানু বেগম। তিনি কালিপুর, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জের বাসিন্দা।
গ্রেফতারের পর উপপরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে ফুলপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।