সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব থেকে শাহাবুদ্দিন ইসলাম শিহাবকে সংগঠনের নিয়ম অনুযায়ী বহিষ্কার ও অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) প্রেসক্লাবের পক্ষ থেকে এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, শাহাবুদ্দিন শিহাবের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে, পরপর তিনটি নোটিশের জবাব না দেওয়ায়, সংগঠনের নিয়ম অনুযায়ী তাকে ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়।