প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

মো. জয় সরকার, গাজীপুর

 

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের ওপর হামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা কোনোদিন সফল হবে না। প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ হয়নি, বন্ধ করার চেষ্টা বৃথা। অতীতেও প্রমাণিত হয়েছে—সাংবাদিকতা দমন করা যায় না।
 

শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, ডেইলি স্টারের গাজীপুর নিজস্ব প্রতিবেদক মঞ্জুরুল হক, চ্যানেল নাইন-এর গাজীপুর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আবীর, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম রানা, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
 

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের পর একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় দেশবাসী অপেক্ষা করছে। অথচ একটি পক্ষ সেই অগ্রযাত্রার বিরোধিতা করছে। তারা প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগসহ সাংবাদিকদের প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। এ ধরনের হামলা দেশ ও সমাজের জন্য লজ্জাজনক। সাংবাদিকদের ধ্বংস করার চেষ্টা করে লাভ নেই—ইতিহাসে প্রমাণিত, যারা গণমাধ্যম দমনে নামে, তারাই শেষ পর্যন্ত জনঘৃণার শিকার হয়।
 

সমাবেশে প্রথম আলো’র শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা বলেন, কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখা যায়নি। হামলার ঘটনার পর দেশজুড়ে সাধারণ মানুষ ও পাঠকরা প্রতিবাদ জানাচ্ছেন। মতের সঙ্গে দ্বিমত থাকলে তা গণমাধ্যমের মাধ্যমেই তুলে ধরা উচিত, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে নয়। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগের ঘটনাকে ঘৃণিত ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।