দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ এবং দেশি কাঁচামরিচের দামে কমতি লক্ষ্য করা গেছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, দেশি কাঁচামরিচের দাম কেজি প্রতি ৫০ টাকা কমে এখন ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ বাড়ার ফলে বাজারে এ মূল্য হ্রাস দেখা যাচ্ছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে আলুর উচ্চমূল্য নিয়ে এখনও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
হিলি বাজারের ব্যবসায়ী রায়হান কবির বলেন, "ভারতে নতুন জাতের পেঁয়াজ বাজারে আসায় তা হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে। ফলে মোকামে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আলুর দাম এখনও কমেনি। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ টাকায় এবং দেশি আলু ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।"
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৩ নভেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯২ ট্রাকে ২,৫০০ মেট্রিক টন আলু এবং ৩০ ট্রাকে ৮৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এতে বোঝা যাচ্ছে, পেঁয়াজ ও কাঁচামরিচের বাজারে ইতিবাচক প্রভাব পড়লেও আলুর দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ এখনও বিদ্যমান।