কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘জ্বীনের বাদশা’কে পুলিশের হেফাজতে দিলো এলাকাবাসী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘জ্বীনের বাদশা’কে পুলিশের হেফাজতে দিলো এলাকাবাসী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ এনামুল হক (৪২) নামের এক ব্যক্তিকে, যিনি নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিতেন, গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে একটি পিতলের মূর্তি ছিল।

 


 

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকায় স্থানীয়রা এনামুল হককে আটক করে পুলিশকে খবর দেন। ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে সোমবার (১ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়।
 

আটক ব্যক্তি এনামুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এনামুল হক দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশার ভান করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে আসছিলেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রোববার স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একটি পিতলের মূর্তিসহ এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”