 
                            
আগামী বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ পবিত্র রমজানকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার থেকে বৃহস্পতিবার: সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রোরেল চলবে।শুক্রবার: সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চলবে।শনিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রোরেল চলবে।মেট্রোরেলের ট্রেন গুলো 10 মিনিট অন্তর চলাচল করবে।
এই সিদ্ধান্তের ফলে রাতারাতি যাত্রীদের চাপ কমে আসবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
রমজান মাস শেষ হলে মেট্রোরেলের পূর্বের সময়সূচীতে ফিরে আসবে।মেট্রোরেলে ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
 
                                                
                                                 
                                                
                                                