‘মায়ের ডাক’ এর ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০২:২১ অপরাহ্ণ ৪০৮ বার পঠিত
‘মায়ের ডাক’ এর ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা প্রেস নিউজ


গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের ডাক’। বুধবার, জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এ ঘোষণা দেন। তিনি জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানান।

 

এর আগে, মঙ্গলবার মায়ের ডাকের প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা করেন। ড. ইউনূস নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছেন।
 

তবে, সানজিদা ইসলাম জানান, তারা সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এছাড়া, আয়নাঘরসহ সকল টর্চার সেল থেকে বন্দিদের মুক্তি চান তারা।