৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩ জন বেনাপোল সীমান্তে

প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ০৫:৩৬ অপরাহ্ণ ২০২ বার পঠিত
৩ কেজি স্বর্ণের বারসহ আটক ৩ জন বেনাপোল সীমান্তে

শোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৯৪০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। আটক তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা হবে এবং স্বর্ণের চালানটি ট্রেজারিতে জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।