ভাই হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চান হাদির বড়ভাই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
ভাই হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চান হাদির বড়ভাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজের আগে তার বড়ভাই আবু বকর সিদ্দিক কান্নাজড়িত কণ্ঠে ভাই হত্যার বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
 

আবু বকর সিদ্দিক বলেন, "আজ ৮ দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে, জুমার জামাতের পর খুনি গুলি চালিয়ে পার পেয়ে গেছে। আমি চাই, আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে এই বাংলার মাটিতে আমি নিজ চোখে দেখতে পাই।"
 

তিনি আরও বলেন, "আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। ও সব সময় শহীদী মৃত্যু কামনা করতো। হয়তো আল্লাহ তায়ালা তাকে সেই শহীদি মন দান করেছেন।"
 

আবু বকর সিদ্দিক দুঃখের সঙ্গে জানান, "৭-৮ দিন হয়ে গেল, আমরা শহীদ ওসমান হাদির জন্য কিছু করতে পারিনি। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা তার জন্য এবং তার স্ত্রী ও ৮ মাসের শিশুপুত্রের জন্য দোয়া করি। তার মুখের দিকে তাকাতে পারি না।"